নিরাপত্তা উপদেষ্টার জন্য ৪ প্রার্থীর সাক্ষাৎকার নেবেন ট্রাম্প


প্রকাশিত: ০৪:১৫ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিরাপত্তা পরিষদের নতুন উপদেষ্টার পদের জন্য ৪ প্রার্থীর সাক্ষাৎকার নেবেন।

তারা হলেন- বর্তমানে অস্থায়ী উপদেষ্টা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. জেনারেল কিথ কেলগ, জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত জন বোল্টন, সেনাবাহিনীর লে. জেনারেল এইচ আর ম্যাকম্যাস্টার এবং ওয়েস্ট পয়েন্টে যুক্তরাষ্ট্রের সামরিক অ্যাকাডেমির সুপারিনটেন্ডেন্ট লে. জেনারেল রবার্ট ক্যাসলেন। খবর ভয়েস অব আমেরিকার।

এরআগে গত ১৪ ফেব্রুয়ারি রাশিয়ার সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ মাথায় নিয়ে ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টার পদ ছাড়েন মাইকেল ফ্লিন।

এরপর ওই পদের জন্য অবসরপ্রাপ্ত ভাইস-অ্যাডমিরাল রবার্ট হারওয়ার্ডের নাম শোনা যায়। তবে ১৭ ফেব্রুয়ারি ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি।

এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।