১৩ ইঞ্চির আঙুল বেড়েই চলছে


প্রকাশিত: ০৯:২৫ এএম, ২০ আগস্ট ২০১৪

জন্মের সময় থেকেই ওর হাতের ওজন ছিল যে কোনও সাধারণ শিশুর দ্বিগুণ, আর আঙুল ছিল বেশ বড়। ৮ বছরের ভারতীয় শিশু কালেমের হাতের ওজন ২২ কিলো। এখন ও ওর এই হাতের অতিরিক্ত ভার থেকে মুক্ত হতে চায়। বাকিদের মত সাধারাণ কাজ এমনকী নিজে হাতে খেলেত পর্যন্ত পারে না কালেম।

স্কুলের শিক্ষিকরাও ওকে ভর্তি নিতে চায় না। কারণ ওর হাত দেখে বাকি শিশুরা ভয়ে পেয়ে যায়। ওর কোনও বন্ধু নেই। কারণ যার সঙ্গেই ও একটু মিশতে যায় সেই হাত দেখে ভয় পেয়ে পালায়। স্থানীয় ডাক্তররা এমন বিরল হাতের চিকিত্‍সা করতে গিয়ে সমস্যায় পড়েছে।

এখন কালেমের মাঝের আঙুলের উচ্চতা দাঁড়িয়েছে ১৩ ইঞ্চি ক্রমশ সেই আঙুল বাড়তে থাকছে। -জিনিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।