সালাম ফাইয়াদের নিয়োগে ভেটো যুক্তরাষ্ট্রের ‘বিরাট ভুল’: গুতেরেস


প্রকাশিত: ০৫:০৮ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

লিবিয়ায় জাতিসংঘের রাজনৈতিক মিশন প্রধান হিসেবে সাবেক ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর নিয়োগকে বাধাগ্রস্ত করে যুক্তরাষ্ট্র ‘বিরাট ভুল’ করেছে বলে মন্তব্য করেছেন সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেয়া ভাষণে তিনি বলেন, প্রতিটি ব্যক্তির এ বিষয়টি অনুধাবন করা জরুরি যে, জাতিসংঘে কর্মরতরা  তাদের ব্যক্তিগত যোগ্যতায় এ সেবা করার সুযোগ পায়। তারা কোনো দেশ বা সরকারের প্রতিনিধিত্ব করে না।

জাতিসংঘ মহাসচিব গত সপ্তাহে সাবেক ফিলিস্তিনি প্রধানমন্ত্রী সালাম ফাইয়াদকে লিবিয়ায় জাতিসংঘের রাজনৈতিক মিশনের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। কিন্তু মার্কিন সরকার ভেটো ক্ষমতা প্রয়োগ করে ওই নিয়োগ আটকে দেয়।

ইহুদিরাষ্ট্র ইসরাইলের প্রতি নয়া মার্কিন প্রশাসনের যে পূর্ণ সমর্থন আছে তা প্রমাণের জন্য ওয়াশিংটন ওই ভোটো প্রদান করে বেলে ধারণা করা হচ্ছে। এর আগে গত সোমবার গুতেরেস ওয়াশিংটনের ওই পদক্ষেপে ‘দুঃখ’ প্রকাশ করেছিলেন।

৬৪ বছর বয়সি রাজনীতিবিদ সালাম ফাইয়াদ ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ছিলেন। এ ছাড়া, তিনি  দুই দফায় ২০০২ থেকে ২০০৫ এবং ২০০৭ থেকে  ২০১২ সাল পর্যন্ত ফিলিস্তিনের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

পশ্চিমাদের ইন্ধনে ২০১১ সালে লিবিয়ায় সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে আন্দোল শুরু করে বিরোধী পক্ষ। এক পর্যায়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে। ন্যাটোর অভিযানে গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হন। তখন থেকেই দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে জাতিসংঘ।

এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।