ইয়েমেনে সৌদির হামলা বন্ধে রাশিয়ার আহ্বান


প্রকাশিত: ০২:৪৬ পিএম, ০৪ এপ্রিল ২০১৫

ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে চলমান সৌদি আরবের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইয়েমেন সংকট আলোচনার মাধ্যমে নিরসনের আহ্বানও জানানো হয়েছে। সম্প্রতি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, মস্কোয় নব নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুররহমান আর-রাসির সঙ্গে বৈঠকের সময় এ আহ্বান জানান রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ। ইয়েমেনে অবিলম্ব সামরিক তৎপরতা বন্ধ এবং দেশটির অভ্যন্তরীণ সংঘর্ষ কেবল আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে সমাধানের আহ্বান জানান বোগদানোভ।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিশেষ করে ইয়েমেনের ঘটনাবলী নিয়ে দুই কূটনীতিবিদ মত বিনিময়ে করেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে ইয়েমেনের সংঘর্ষে জড়িত সবপক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার এবং অতি সত্বর যুদ্ধবিরতি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন রুশ এই শীর্ষস্থানীয় কূটনীতিবিদ। মস্কোয় ইয়েমেনের চার্জ দ্যা অ্যাফেয়ার্সের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।