আন্দিজে মিলল মল্লির মরদেহ


প্রকাশিত: ১১:৪১ এএম, ০৪ এপ্রিল ২০১৫

ভারতের অন্যতম সেরা পর্বতারোহী মল্লি মস্তান বাবুর মরদেহ উদ্ধার করা হয়েছে। দশ দিন নিখোঁজ থাকার পর শনিবার যুক্তরাষ্ট্রের আন্দিজ পর্বত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর আনন্দবাজার।  

খবরে বলা হয়, গত ১৬ মার্চ আন্দিজ পর্বতের সেরো ট্রেস ক্রুসেস সুর শৃঙ্গে আহোরণে যান অন্ধ্রপ্রদেশের বাবু। আর্জেন্টিনা ও চিলি সীমান্তে অবস্থিত এই শৃঙ্গটি। তিনি ও তার সঙ্গীরা আর্জেন্টিনার দিক থেকে ওই শৃঙ্গে ওঠা শুরু করেন। নামার কথা ছিল চিলির দিক দিয়ে।

গত ২৪ মার্চ বাবু বেস ক্যাম্প থেকে একাই বেরিয়ে যান শৃঙ্গে ওঠার রাস্তা পরীক্ষা করতে। কিন্তু আবহাওয়া প্রতিকূল থাকায় তিনি ক্যাম্পে ফিরতে পারেননি। সে দিন থেকেই নিখোঁজ ছিলেন বাবু।

পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় তাকে উদ্ধারের সহযোগিতা চেয়ে আর্জেন্টিনা ও চিলির সঙ্গে যোগাযোগ করলে দেশ দুটির উদ্ধারকারী দল অভিযানে নামে। একপর্যায়ে তারা বাবুর মরদেহটি উদ্ধার করে।

অন্ধ্রপ্রদেশের নেল্লোরের বাসিন্দা চল্লিশ বছরের বাবু পেশায় এক জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। নেশা বা শখ বলতে পর্বতারোহনকেই বেছে নিয়েছিলেন বাবু। প্রথম ভারতীয় হিসাবে আন্টার্কটিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট বিনসেন ম্যাসিফে ওঠার রেকর্ড রয়েছে তার। শুধু তাই নয়, বিশ্বের সপ্তম দ্রæত পর্বতারোহী হিসাবে সপ্তশৃঙ্গ জয়ের কৃতিত্ব অর্জন করেন তিনি।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।