বেতন নিয়ে আইনি জটিলতায় ড. অমিত চাকমা
কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ইউনিভার্সিটি অব ওয়েষ্টার্নের প্রেসিডেন্ট ও ভাইস চ্যান্সেলর ড. অমিত চাকমার বেতনভাতা নিয়ে মিডিয়া থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত হৈ চৈ পড়েছে।
উত্তর আমেরিকার সর্বোচ্চ ৪০ বেতনপ্রাপ্তদের মধ্য তিনি একজন। যে কারণে তার নাম এসেছে কানাডার ‘সানশাইন তালিকায়’। অমিত গত বছর ৯২৪ হাজার ডলার বেতন গ্রহণ করে এই সন্মানজনক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
কিন্তু এই বেতন নিয়ে আইনি জটিলতায় পড়েছেন তিনি। সিবিসিসহ অন্যান্য মিডিয়া প্রশ্ন তুলেছে, ২০১৩ সালে অধ্যাপক অমিত চাকমার বেতন ছিল ৪৭৯ হাজার ডলার। মাত্র এক বছরে তার বেতন ৪৭৯ হাজার থেকে কিভাবে দ্বিগুন হয়ে গেল?
আরএস/আরআই