নেতানিয়াহুকে কড়া জবাব ইরানি মন্ত্রীর


প্রকাশিত: ০৪:১৩ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাম্প্রতিক ভ্রান্ত দাবির কঠোর জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

তিনি টুইটারে নিজের ব্যক্তিগত পেজে লিখেছেন, মধ্যপ্রাচ্যের একমাত্র পরমাণু অস্ত্রধর যে সরকারের কাছে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে তার মুখে ইরানের প্রচলিত ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কে বড় বড় বুলি মানায় না।

তিনি আরও লিখেছেন, ইসরাইল প্রতিষ্ঠিত হয়েছে জবরদখলের মাধ্যমে এবং টিকে আছে আগ্রাসন আর নির্মম গণহত্যার মাধ্যমে তার পক্ষ থেকে ইরান সম্পর্কে আতঙ্ক তৈরির প্রচেষ্টা সত্যিই হাস্যকর।

সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু ইরানের শান্তিপূর্ণ পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ইসরাইল ও আমেরিকার জন্য হুমকি হিসেবে তুলে ধরেন।

এর প্রতিক্রিয়ায় এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, মধ্যপ্রাচ্য ও সারাবিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে ইহুদিবাদী ইসরাইলের পরমাণু অস্ত্রের ভাণ্ডার।  তিনি বলেন, এমন একটি সরকারের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যার কাছে রয়েছে শত শত পরমাণু অস্ত্র এবং যেটি কোনো আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়।

পশ্চিমা গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, ইহুদিবাদী ইসরাইলের কাছে প্রায় ৪০০টি পরমাণু অস্ত্র রয়েছে। জাপানোর হিরোশিমায় আঘাত হানা পরমাণু বোমার চেয়ে এসব বোমার ধ্বংস ক্ষমতা অনেক বেশি।

এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।