মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ৩০ বছর পর মুক্তি
১৯৮৫ সালে বার্মিংহামের একটি রেস্টুরেন্টের দুই ম্যানেজারকে গুলি করে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের আলাবামার বাসিন্দা এ্যান্থনি রে হিল্টনকে। এরপর কেটে গেছে প্রায় ৩০ বছর। খুনের দায় নিয়ে এতগুলো বছর কারাগারেই কাটিয়েছেন তিনি। অবশেষে পুনর্বিচারে নির্দোষ প্রমাণিত হওয়ায় শুক্রবার মুক্তি পেয়েছেন।
গত বছর এ মামলার পুনর্বিচারের নির্দেশ দেয় আদালত। ঘটনাস্থলে পাওয়া গুলি পরীক্ষা করে দেখা যায়, এ্যান্থনির বাড়িতে পাওয়া বন্দুকের সঙ্গে ওই গুলিগুলোর মিল নেই।
ভাল আইনী পরমার্শ না পাওয়ার কারণেই এ্যান্থনি সাজা পান বলে তার আইনজীবী ব্রায়ান স্টিভেনসন জানিয়েছেন।
জেফারসন কাউন্ট্রি কারাগার থেকে বের হয়ে পরিবারের সদস্যদের আলিঙ্গন করেন ৫৮ বছর বয়সী এ্যান্থনি। এ সময় তিনি যীশুকে ধন্যবাদ জানান। খবর বিবিসির।
এসএস/এআরএস/আরআই