ভারতে সময়ের আগে জন্ম নেয় ১০ লাখের বেশি শিশু


প্রকাশিত: ০৩:২৫ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

ভারতে গর্ভবতী নারীরা দূষিত বাতাস শ্বাসের সঙ্গে গ্রহণ করার কারণে শুধু ২০১০ সালে দেশটিতে ১০ লাখেরও বেশি শিশু নির্দিষ্ট সময়ের আগে জন্মগ্রহণ করেছে, যা বিশ্বে সর্বাধিক। অার সারা বিশ্বে সময়ের আগে জন্মেছে ২০ লাখ ৭০ হাজার শিশু। চীনে জন্মেছে অন্তত ৫ লাখ।
 
ইংল্যান্ডের ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্টকহোম এনভায়রনমেন্ট ইনস্টিটিউটের এক সমীক্ষায় এমনটাই দাবি করা হয়েছে।  

সমীক্ষার রির্পোট বলছে ২০১০ সালে সারা বিশ্বে  ২০ লাখ ৭০ হাজারের মতো শিশু নির্দিষ্ট সময়ের আগে জন্মগ্রহণ করেছে। আর এর কারণ হিসেবে বলা হয়েছে বাইরের ধুলো-ধোঁয়া, দূষণের সংস্পর্শে আসা। এর সর্বাধিক প্রভাব দেখা গেছে দক্ষিণ ও পূর্ব এশিয়ায়।

প্রিম্যাচিওর শিশুদের ৭৫ শতাংশই এসেছে এই এলাকা থেকে। অন্তঃসত্ত্বা নারীরা যেখানে থাকেন, তার শরীরে সেই এলাকার প্রভাব পড়তে পারে। চীন বা ভারতের কোনো শহরে বাসবাসরত একজন নারী ফ্রান্স বা ইংল্যান্ডের গ্রামাঞ্চলে বসবাসকারী কোনো নারীর থেকে ১০ গুণেরও বেশি দূষিত শ্বাস নেন।

যখন কোনো শিশু নির্ধারিত সময়ের আগে অর্থাৎ মাতৃগর্ভে ৩৬ সপ্তাহ কাটানোর আগে জন্মায় তখন ওই শিশুর মৃত্যুর আশঙ্কা বেড়ে যায়। একইভাবে  শারীরিক ও স্নায়বিক অসুস্থতার আশঙ্কাও বাড়ে । এছাড়া সময়ের আগে জন্মানো শিশুদের ক্ষেত্রে অনেক সঙ্কট কাজ করে।  

জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।