ইয়েমেনে হামলা বন্ধে আলোচনায় নিরাপত্তা পরিষদ
ইয়েমেনে সৌদি আরব ও তার মিত্রবাহিনীদের বিমান হামলা বন্ধে রাশিয়ার প্রস্তাবের ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকে বসতে যাচ্ছে। শনিবার কূটনীতিকরা একথা জানান।
এর আগে ইয়েমেন যুদ্ধে বেসামরিক নাগরিকের হতাহতের সংখ্যা বেড়ে যেতে থাকায় ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষাপটে রাশিয়া এ বৈঠকের জন্য ১৫ সদস্য বিশিষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানায়।
জাতিসংঘে রাশিয়ান মিশনের মুখপাত্র আলেক্সি জেতসেভ জানান, মানবিক কারণে ইয়েমেনে ‘বিমান হামলায় সম্ভাব্য বিরতির’ ব্যাপারে রুদ্ধদ্বার আলোচনা হবে। গ্রিনিচ সময় ১৫০০টায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
জাতিসংঘ শিশু সংস্থা এ সপ্তাহে জানায়, ইয়েমেনে গত সপ্তাহে কমপক্ষে ৬২ শিশু নিহত ও ৩০ জন আহত হয়েছে। এছাড়া তাদের আরও অনেককে শিশু সৈন্য হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে।
উল্লেখ্য, শিয়া হুতি বিদ্রোহীদের অগ্রযাত্রা বন্ধে গত ২৬ মার্চ সৌদি আরবের নেতৃত্বে বিমান অভিযান শুরুর পর ইয়েমেনে সহিংসতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। হুথি বাহিনীর হামলায় বাধ্য হয়ে প্রেসিডেন্ট আবেদ্রাবো মনসুর সৌদি আরবে পালিয়ে যান।
বিএ/আরআই