ফ্রান্সে ইসলামি বই বিক্রি বেড়েছে তিনগুণ


প্রকাশিত: ০৭:০৩ এএম, ০৪ এপ্রিল ২০১৫

ফ্রান্সে ইসলাম সংক্রান্ত বই-পত্র এবং পবিত্র কোরআন শরিফ বিক্রির হার গত বছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি বছরে অন্তত তিন গুণ বেড়েছে। রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনার পর দেশটিতে ইসলাম সংক্রান্ত বই পুস্তক ও সাময়িকী বিক্রির হার প্রায় রাতারাতি বেড়ে গেছে। এ তথ্য দিয়েছে ফ্রান্স ন্যাশনাল ইউনিয়ন অব বুকসপস।

ইসলামকে ইউরোপের সবচেয়ে দ্রুততম বর্ধনশীল ধর্ম হিসেবে বিবেচনা করা হয়। ফ্রান্সে পবিত্র কোরআন নিয়ে বিশেষ সংখ্যা বের করার পর ফিলোসফিক নামের সাময়িকী প্রায় গরম কেকের মতোই দ্রুত বিক্রি হয়ে গেছে।

এদিকে ধর্ম সংক্রান্ত বই বিক্রয়কারী চেইন বুকসপস লা প্রোকিউরর প্রধান ম্যাথিল মাহিউক্স বলেন, আইএসআইএল ইসলামের নামে নিজেদের সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে আর এ কারণে মানুষ নিজেরাই সত্যিকার ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হয়ে উঠছেন।

এছাড়া ইসলাম নিয়ে শিক্ষিত মহলেও ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার কোরআন স্টাডি চেয়ারের উদ্বোধন করে প্যারিসে খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান কলেজ ডি ফ্রান্স।

এদিকে সোরবোর্ন  বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক জিন রয়ে এক বছর আগে থেকেই নিজের চেষ্টায় পবিত্র কোরআন পাঠ শুরু করেছেন। বিচারক হিসেবে যোগ দিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্যই নিজ উদ্যোগে একত্ববাদি ধর্ম নিয়ে ক্লাসের আয়োজনও করেছেন তিনি।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।