ঢাবিতে মদ ও নারীসহ আটক ৪


প্রকাশিত: ০৬:৫৭ এএম, ০৪ এপ্রিল ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে মদ ও নারীসহ চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার গভীর রাতে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ঢাকা বিশ্ববিদালয়ের বিশ্ব-ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কাজী নুরুল ইসলামের ছেলে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মেয়ে রয়েছেন বলে জানা গেছে।

আটককৃতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তার হলেন মো. আবু বকর বিন আব্দুল্লাহ (২৫), ফায়াজ বিন সাজ্জাদ (২২) ও রাজিউল হক (২৭)।

জানা যায়, রাতে সিনেট ভবনের সিঁড়িতে আনন্দ-ফুর্তি করছিল ওই চারজন। রাত ১২টার পর সিনেট বন্ধ থাকার কথা থাকলেও তাদের উপস্থিতি সন্দেহ জাগায়। এ অবস্থায় ঢাবির কয়েকজন সাধারণ শিক্ষার্থী তাদেরকে দেখে প্রক্টোরিয়াল টিমকে খবর দিলে তারা এসে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে। কোনো সদুত্তর না পেয়ে তাদেরকে আটক করে পুলিশে দেয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী জানান, সিনেট ভবনের ভিতরে তারা মদ ও নেশাজাতীয় দ্রব্য সেবন করছিল। মদ খেয়ে তারা সেখানে আপত্তিকর অবস্থার সৃষ্টি করে।

এসএস/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।