গরুকে ‘রাষ্ট্রমাতা’ স্বীকৃতির দাবি বিজেপি এমপির


প্রকাশিত: ০৬:৪০ এএম, ০৪ এপ্রিল ২০১৫

গরুকে ‘রাষ্ট্রমাতা’ হিসেবে স্বীকৃতির দাবিতে এবার আন্দোলনে নেমেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমপি যোগী আদিত্যনাথ। ‘গো সম্পদের সংরক্ষণ’ এবং ‘গোবংশ বৃদ্ধি’র উদ্দেশ্যেই মূলত তিনি এ ধরনের আন্দোলন শুরু করেছেন। সকলকে মোবাইলে ‘মিসড কল’ দিয়ে এ কর্মসূচিতে অংশ নেয়ার আবেদন জানিয়েছেন তিনি।

গরুকে ‘রাষ্ট্রমাতা’ মর্যাদা দেয়ার জন্য আন্দোলনে সামিল হওয়ার জন্য হিন্দুদের প্রতি আহ্বান জানিয়েছেন আদিত্যনাথ। এর আগেই অবশ্য গোহত্যা বন্ধের জন্য বিজেপি শাসিত হরিয়ানা, মহারাষ্ট্রে কঠোর আইন তৈরি হয়েছে। এবার যোগী আদিত্যনাথ গরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণার দাবি তুললেন।

কয়েকদিন আগেই বিজেপির এমপি শঙ্করভাই এন সংসদে দাঁড়িয়ে দাবি করে বলেছেন, ‘যদি ক্যান্সারের হাত থেকে বাঁচতে চান, তাহলে গোহত্যা বন্ধ করুন। গোমূত্রই ক্যান্সার সারানোর একমাত্র ওষুধ! আমি হলফ করে বলতে পারি এতে একশো শতাংশ নিরাময় হবে।’

শঙ্করভাই এন আরও বলেন, ‘বেদ-এ গরুকে মাতৃ জ্ঞানে পুজা করা হতো। আবার কেউ কেউ সেই গোমাংস খেয়ে থাকেন। কী হচ্ছে এসব! গরুদের রক্ষা করতে না পারলে দেশকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না!’

বিজেপির জাতীয় কর্ম সমিতির বৈঠকেও গো-নিধন বন্ধ করার কথা উঠেছে। শুক্রবার খোদ বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ বিজেপি শাসিত সব রাজ্যে আইন করে গরু জবাই বন্ধে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন।

এসএস/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।