কিম জং-উনের ভাইয়ের মরদেহ ফেরত পাঠাবে মালয়েশিয়া


প্রকাশিত: ০৪:৩১ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎভাই কিম জং-নামের মরদেহ মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো হবে। পিয়ংইয়ংয়ের অনুরোধে মালয়েশিয়া এ সিদ্ধান্ত নিয়েছে। দেশটির উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি এ কথা জানিয়েছেন।

কুয়ালালামপুরে সোমবার নিহত ব্যক্তিটি যে জং-নাম, সেটাও হামিদি নিশ্চিত করেছেন। পুলিশ প্রথমে ওই ব্যক্তিকে ‘একজন কোরীয় পুরুষ’ হিসেবে উল্লেখ করেছিল। হামিদি বলেন, নিহত ব্যক্তি দুটি ভিন্ন পরিচয়পত্র বহন করছিলেন। তবে পাসপোর্টটি আসল বলেই মনে হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম বলছে, ৪৫ বছর বয়সী জং মালয়েশিয়ায় কিম চোল পরিচয়ে ভ্রমণ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। গোয়েন্দা সূত্রগুলো বলছে, ম্যাকাও যাওয়ার পথে তাঁকে উত্তর কোরিয়ার কোনো গুপ্তচর কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে বিষ প্রয়োগ করেছে।

রয়টার্স জানায়, জং হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মালয়েশীয় পুলিশ বৃহস্পতিবার তৃতীয় ব্যক্তিকে আটক করেছে। সেলানগর রাজ্যের পুলিশ প্রধান আবু সামাহ মাত বলেন, তদন্তের স্বার্থেই তারা ওই ব্যক্তিকে আটক করেছেন। তিনি দ্বিতীয় সন্দেহভাজন নারীর প্রেমিক।

এমআরএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।