হাজার ফুট উঁচুতে রুশ মডেলের ঝুঁকিপূর্ণ স্ট্যান্ট (ভিডিও)


প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

দুবাইয়ের এক হাজার ফুট উচু টাওয়ারের ওপর উঠে রাশিয়ার এক মডেলের স্ট্যান্টবাজির ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। কোনো ধরনের নিরাপত্তা সামগ্রীর ব্যবহার ছাড়া মৃত্যুর ঝুঁকি নিয়ে স্ট্যান্ট করায় ওই মডেলের সমালোচনাও করছেন অনেকে।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল এক প্রতিবেদনে বলছে, ২৩ বছর বয়সী রুশ মডেল ভিক্টোরিয়া ওডিনকোভা দুবাইয়ের সায়ান টাওয়ারের এক হাজার ৪ ফুট ওপরে উঠে নিরাপত্তা সামগ্রী ছাড়াই ঝুঁকিপূর্ণ স্ট্যান্ট করেছেন।

russian
স্ট্যান্টবাজির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। এতে দেখা যাচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে বিশ্বের সবচেয়ে উচু একটি ভবনে বিভিন্ন কসরত করছেন। এ সময় তার এক সহযোগীর হাত ধরে ঝুলতেও দেখা যায় তাকে।

রাশিয়ান এই মডেলের ইনস্টাগ্রামে ভক্ত রয়েছে অন্তত ৩০ লাখ। এদের অনেকেই বলেছেন, রুশ এই মডেল তরুণদের অনুকরণীয় হতে পারেন না। তাকে বেপরোয়া বলেও মন্তব্য করেছেন অনেকে।



এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।