আবারও সৌদিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা


প্রকাশিত: ০৯:৪৫ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

আবারো সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা চালিয়েছে ইয়েমেন। সৌদির খামেস মুসাইয়েতের আসির এলাকায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একটি ক্ষেপণাস্ত্র হামলা পরাস্ত করেছে সৌদির বিমান প্রতিরক্ষা বাহিনী। খবর সৌদি গ্যাজেটের।

তবে ওই হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। এর আগেও বেশ কয়েকবার ইয়েমেন থেকে সৌদিতে মিসাইল ছোড়া হয়েছে।
 
চলতি মাসের প্রথম দিকে রাজধানী রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। রিয়াদে প্রথমবারের মতো ওই হামলা চালানো হয়।

সেনাবাহিনীর বিবৃতিতে দাবি করা হয়, রিয়াদের পশ্চিমে সৌদি সেনাবাহিনীর ঘাঁটিতে ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইয়েমেনে সৌদি হামলার প্রতিশোধ নিতেই বার বার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।