স্বামীর পর্ন আসক্তি কাটাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ স্ত্রী


প্রকাশিত: ০৯:১৫ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

স্বামীর পর্ন আসক্তি কাটাতে ভারতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এক নারী।

পর্ন ওয়েবসাইটগুলো বন্ধের আবেদন জানিয়ে ওই নারী বলছেন, পর্ন ওয়েবসাইটগুলোতে আসক্তির ফলে অনেকের বৈবাহিক জীবন ধ্বংস হচ্ছে। তার নিজের বৈবাহিক জীবন ধ্বংস হয়েছে বলেও আবেদনে উল্লেখ করেছেন তিনি।

তরুণ প্রজন্মের জন্য এ আসক্তি আরো বড় সমস্যার কারণ হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

এই নারী বলছেন, তার ৩০ বছরের বৈবাহিক জীবনটা সুখেই কেটেছে। তাদের দুটি সন্তানও রয়েছে। তবে ২০১৫ সালে তার স্বামীর পর্ন আসক্তি শুরু হলে তাদের মধ্যে সমস্যা শুরু হয়।

তাকে এবং তার সন্তানদের স্বামীর এ আসক্তির কারণে ভুগতে হচ্ছে বলেও ভারতের সর্বোচ্চ আদালতকে জানিয়েছেন তিনি।

এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।