পাকিস্তান ছাড়ার সুযোগ চান মুম্বাই হামলার মাস্টারমাইন্ড


প্রকাশিত: ০৮:০৯ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিতে পাকিস্তান সরকারকে অনুরোধ করেছেন জামাতুল দাওয়ার প্রধান হাফিজ সাঈদ। ওই নিষেধাজ্ঞার কারণে তিনি দেশ ছেড়ে কোথাও যেতে পারছেন না। তার মতে, তিনি দেশের নিরাপত্তার জন্য মোটেও বিপজ্জনক নন।

স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিসার আলী খানকে লেখা এক চিঠিতে এই অনুরোধ জানান সাঈদ। ২০০৮ সালে মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন সাঈদ। ওই হামলায় ১৬৬ জন নিহত হয়।

চিঠিতে সাঈদ লিখেছেন, তার সংগঠনের বিরুদ্ধে এখনও কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রমাণিত হয়নি। সে কারণে অবিলম্বে তার বিরুদ্ধে দেশের বাইরে যাওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক।

সাঈদসহ জামাতুল দাওয়ার ৩৭ জন নেতার উপর এই নিষেধাজ্ঞা জারি করে পাক সরকার। এমনকি হাফিজ সাঈদকে গৃহবন্দী করে রাখা হয়েছে। দেশ বিরোধী কোনো কার্যকলাপের সঙ্গে তার সংগঠন জড়িত কিনা তা পর্যবেক্ষণ করার জন্য নজরদারীও চালানো হচ্ছে।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।