মূত্র থেকে তৈরি হবে ব্যাটারি


প্রকাশিত: ০৫:০৯ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

এবার  মূত্র থেকে ব্যাটারি তৈরির উপাদান পাওয়ার কথা বলেছেন বিজ্ঞানীরা। তার বলছেন, মূত্রের উপাদান দিয়ে তৈরি এই ব্যাটারি অনেকটা সাশ্রয়ী ও কার্যকর হবে। শিগগিরই এর মান আরও বাড়িয়ে বাজারে ছাড়া হবে বলে আশাবাদী উদ্ভাবকেরা।

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমনই দাবি করেছেন।  

প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস জার্নালে তাদের গবেষণাটি প্রকাশিত হয়েছে। ওই গবেষণাপত্রে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানীরা উল্লেখ করেছেন  ইউরিয়া থেকে ব্যাটারি তৈরির কথা, যা কম খরচে বেশি ক্ষমতাসম্পন্ন হবে।

গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা জানান, নতুন এই ব্যাটারির অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম এবং ক্যাথোড হিসেবে থাকছে গ্রাফাইটের গুঁড়া ও পলিমার মিশ্রণ। ইলেকট্রোলাইট হিসেবে রয়েছে ইউরিয়া ও অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মিশ্রণ। উল্লেখ্য, ব্যাটারির তিনটি মূল অংশ হলো অ্যানোড, ক্যাথোড ও ইলেকট্রোলাইট।

গবেষণা প্রতিবেদনে অারও বলা হয়-  নতুন এ ব্যাটারির পরীক্ষামূলক সংস্করণ গবেষণাগারে দেড় হাজারবার ব্যবহার করা হয়েছে।  ইউরিয়ানির্ভর ব্যাটারির বিদ্যুৎ সংরক্ষণের ক্ষমতা বর্তমানের ব্যাটারিগুলোর মতোই কম। তবে এটি সম্পূর্ণ চার্জ হতে লাগবে ৪৫ মিনিট।

সূত্র: ডিজিটাল ট্রেন্ডস

জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।