গোপন ক্যামেরার সামনে স্মৃতি ইরানী


প্রকাশিত: ১২:৪৭ পিএম, ০৩ এপ্রিল ২০১৫

ভারতের কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদ মন্ত্রী স্মৃতি ইরানি গোপন ক্যামেরার সামেন দাঁড়িয়েছেন। কোন সিনেমায় অংশ নিতে নিতে বাস্তবেই তিনি মুুখোমুখি দাঁড়িয়েছেন গোপন ক্যামেরার সামনে। খবর এনডিটিভি।
 
খবরে বলা হয়েছে, শুক্রবার ভারতের গোয়া রাজ্যের উত্তরগোয়া জেলার ছোট্ট শহর কান্দোলিমের ফাবিন্দিয়া নামের একটি জনপ্রিয় পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানে শপিং করতে যান ইরানি। কাপড় কিনে ওই বিপনি বিতানের ট্রায়লরুমে গেলে গোপন ক্যামেরাটি তার চোখে পড়ে। এরপর গোয়া বিধানসভার স্থানীয় এমপি মাইকেল লোবোকে ডেকে বিষয়টি জানান স্মৃতি ইরানি। বিষয়টি পরে স্থানীয় পুলিশকে অবহিত করেন লোবো।

পুলিশ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নারীদের শালিনতা ভঙ্গের অভিযোগ এনে ঘটনাটি তদন্ত করছে বলে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্মৃতি ইরানি।

 লোবো জানান, ক্যামেরাটি ট্রায়লরুমের ডান দিকে এমনভাবে লুকানো ছিল যে সেটি সহজে চোখে পড়ার কথা নয়।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।