দূষণের কারণে মৃত্যুতে ভারত শীর্ষে


প্রকাশিত: ০৬:২৯ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

দূষণের জন্য সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে ভারতে। এই হিসাবে চীনকেও ছাড়িয়ে গেছে ভারত। গত বছর দিওয়ালির পর বায়ুদূষণের কারণে দিল্লিতে বেশ কয়েকবার সতর্কতাও জারি করা হয়েছে।

দূষিত দেশগুলোর তালিকায় ভারত উঠে এসেছে সবার ওপরে। বোস্টনের স্টেট অব গ্লোবাল এয়ারের সর্বশেষ রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

২০১৫ সালের ওই রিপোর্টে দেখা গেছে, দূষণের কারণে ভারতে আড়াই লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার এতটাই বেশি যে, তা প্রতিবেশি বাংলাদেশ থেকে প্রায় ১৩ গুন এবং পাকিস্তানের চেয়ে ২১ গুন বেশি।

পরিসংখ্যানে দেখা গেছে, পৃথিবীর প্রায় ৯২ শতাংশ মানুষ দূষিত বাতাসের মধ্যে বসবাস করছে। সারা পৃথিবী জুড়েই বাষুদূষণ উদ্বেগ বাড়াচ্ছে। গবেষকদের দীর্ঘদিনের প্রচেষ্টায় দেখা গেছে, ১৯৯০ সালের পর থেকে ১৯৫টি দেশে প্রায় ৩শ রোগের প্রকোপ বেড়েছে। যার পেছনে সবচেয়ে বেশি দায়ী বাষুদূষণ।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।