ফ্লিনের বিষয়ে জানতেন ট্রাম্প


প্রকাশিত: ০৪:০৩ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে মাইকেল ফ্লিনের ফোনালাপের বিষয়ে কয়েক সপ্তাহ আগে থেকেই জানতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র সিন স্পাইসার এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

স্পাইসার জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারির শেষ দিকে বিচার বিভাগ থেকে প্রেসিডেন্টকে জানানো হয়েছিল, ফ্লিন মার্কিন কর্মকর্তা এবং জনগণকে বিভ্রান্ত করছেন। সে সময় বিশ্বাস ভঙ্গের কারণে তিন সপ্তাহের মধ্যেই ফ্লিনকে পদত্যাগ করতে বলা হয়। মঙ্গলবার নিজে থেকেই পদত্যাগ করেন ফ্লিন।

এই ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছিলেন রিপাবলিকানরা। মার্কিন গণমাধ্যমের খবরে জানানো হয়েছিল, এফবিআইয়ের কর্মকর্তারা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে প্রথম দিনেই ফ্লিনকে জিজ্ঞাসাবাদ করেছিলেন।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।