মসজিদে একত্র হচ্ছেন খোকন-সেলিম


প্রকাশিত: ০৩:৩২ পিএম, ০২ এপ্রিল ২০১৫

অবশেষে একত্র হচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী সাঈদ খোকন ও একই এলাকার সংসদ সদস্য হাজী সেলিম। শুক্রবার চকবাজার শাহী মসজিদে তারা একত্র হবেন বলে জানা গেছে।

সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে অংশ নিতে মরিয়া হয়ে উঠেছিলেন হাজী সেলিম। এ জন্য তিনি সংসদ সদস্যের পদ থেকেও পদত্যাগের ঘোষণা দেন। কিন্তু জাতীয় সংসদের স্পীকার তার পদত্যাগপত্র গ্রহণ না করায় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সাক্ষাতে প্রধানমন্ত্রী তাকে সিটি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানালে রাগে-ক্ষোভে ভারতে যান হাজী সেলিম।

অপরদিকে, মনোনয়নপত্র দাখিলের পর কয়েকদিন আগে সাঈদ খোকন রাত ১১টায় হাজী সেলিমের সঙ্গে দেখা করতে তার বাসায় গেলেও সাক্ষাৎ থেকে তিনি বঞ্চিত হন।

এসব কিছরই সমাধান কাল শাহী মসজিদে হতে যাচ্ছে। এছাড়া এ স্থান থেকেই হাজী সেলিম খোকনের হয়ে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক ঘোষণা দিবেন বলে ধারণা করা হচ্ছে।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।