প্রেসিডেন্ট নির্বাচন : নমিনেশন পেতে মরিয়া বুশ, এগিয়ে হিলারী


প্রকাশিত: ০১:৫৭ পিএম, ০২ এপ্রিল ২০১৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে এখনও প্রায় এক বছর বাকি। এরই মধ্যে দেশটির রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নমিনেশন পেতে মরিয়া হয়ে মাঠে নেমেছেন ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ। তবে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন জেব বুশের এ কর্মতৎপরতা বেশ উপভোগ করছেন। কেননা সামষ্টিকভাবে নমিনেশন পাওয়ার তালিকায় তিনি এগিয়ে রয়েছেন। খবর ওয়াশিংটন পোস্ট।

খবরে বলা হয়েছে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তবে প্রার্থী নির্বাচন নিয়ে বেশ সমস্যায় পড়েছে রিপাবলিকানরা। কেননা দলটির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ইমেজ সঙ্কট দেখা দিয়েছে। তার পরেও প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে ছয় জনের কথা ভাবছে রিপাবলিকানরা। তবে সমস্যা হচ্ছে এদের কেউই তেমন পরিচিত নয়। সে ক্ষেত্রে এগিয়ে রয়েছেন হিলারী।

এক সমীক্ষায় দেখা গেছে, জেব বুশ তার দলের কাছে প্রার্থী হিসেবে ৩৩ শতাংশ জনপ্রিয়। অপরদিকে হিলারী জনপ্রিয়তা রয়েছে ৫৩ শতাংশ। এছাড়া ছয় জনের মধ্যে টেড ক্রজ ১৩ শতাংশ এবং স্কট ওয়ালকারের ১২ শতাংশ সমর্থন রয়েছে। বাকিদের এ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সমর্থন রয়েছে পাঁচ শতাংশ।

সব মিলিয়ে হিলারীকে হোয়াইট হাউজের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদি ডেমোক্র্যাটরা তার যোগ্য প্রতিদ্ব›দ্বী দিতে না পারেন সে ক্ষেত্রে হিলারী যে বিজয়ী হবেন তা অনেকটা নিশ্চিন্তেই বলা যায়। হিলারী এখন তার নির্বাচনী প্রচারণা শুরু প্রস্তুতি নিচ্ছেন। এসময় বিপাবলিকান ও ডেমোক্র্যাটদের নিয়ে তার বিপরীতমুখী অবস্থানের বিষয়টি প্রকাশ হতে শুরু করেছে।

সর্বোপরি তিনি (হিলারী) একজন শক্তিশালী নেতা হিসেবে পরিচিত। এছাড়া দেশের জন্য তার আলাদা ধরনের চিন্তা আছে বলে মনে করা হয়। তার পরেও দেশে তার পক্ষে বিপক্ষে বিতর্ক রয়েছে।

এএইচ/আরআই/আরআইপি

   

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।