আফগানিস্তানে ন্যাটোর অভিযানে ১৮ বেসামরিক নিহত


প্রকাশিত: ০৮:৪৯ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে ন্যাটো বাহিনীর অভিযানে ১৮ বেসামরিক নিহত হয়েছেন। বৃহস্পতি এবং শুক্রবার হেলমান্দ প্রদেশের সানগিন জেলায় এসব অভিযান চালানো হয়েছে। রোববার জাতিসংঘের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের ওই বিবৃতিতে বলা হয়েছিল, আন্তর্জাতিক সামরিক বাহিনী ওই অভিযান চালিয়েছে। তবে মার্কিন সামরিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে জোটের বিমান হামলায় শুধুমাত্র মার্কিন বিমান দিয়েই হামলা চালানো হয়েছে।

বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, গত সপ্তাহে হেলমান্দ প্রদেশে প্রায় ৩০ বার বিমান হামলা চালানো হয়েছে। ন্যাটোর রিসোল্যুট সাপোর্ট মিশন বেসামরিক নাগরিক হত্যার ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে।

আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, মার্কিন বিমান হামলায় বেসামরিক হত্যা বা আহতের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

কিন্তু আফগান কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মার্কিন এবং আফগান জোটের বিমান হামলায় ২২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

জাতিসংঘের এক রিপোর্টে বেসামরিক হতাহতের আশঙ্কা তুলে ধরে জানানো হয়েছিল, মার্কিন এবং আফগান বিমান হামলায় বেসামরিক হতাহতের ঘটনা গত বছর থেকেই অনেক বেড়ে গেছে। ২০১৬ সালে কাবুলের বাইরে এসব হামলায় কমপক্ষে ৮৯১ জন বেসামরিক প্রাণ হারায়।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।