একসঙ্গে ১০৪ কৃত্রিম উপগ্রহ পাঠাবে ভারত
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবার একসঙ্গে ১০৪টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর উদ্যোগ নিয়েছে। তাও আবার একটি রকেটে করেই। ‘পিএসএলভি সি-৩৭’ নামের এই রকেটে করে এ উপগ্রহগুলো পাঠানো হবে। তবে এর মধ্যে ১০১টি উপগ্রহই হলো বিদেশি সংস্থার। এ কাজে সফল হলে ভারত নতুন বিশ্ব রেকর্ড করবে।
এর আগে পর্যন্ত বিশ্ব রেকর্ডটি ছিল রাশিয়ার। তিন বছর আগে রাশিয়া এক রকেটে করে ৩৭টি উপগ্রহ পাঠিয়েছিল। বুধবার এসব উপগ্রহ পাঠানো হবে।
এ ১০১টি বিদেশি উপগ্রহ পাঠানো হবে তার মধ্যে ৮৮টি-ই মার্কিন সংস্থার। বাকিগুলো জার্মানি, নেদারল্যান্ডসের মতো উন্নত দেশের।
বিশ্বের উন্নত দেশগুলো ভারতের সংস্থা থেকে উপগ্রহ পাঠানো কারণ হচ্ছে খরচ কম হয়। মার্কিন সংস্থা ‘নাসা’ বা ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইএসএ) যা খরচ করে তার তুলনায় ভারতের মঙ্গলযান অভিযানে খরচ ছিল অনেক কম।
জেডএ/আরআইপি