ইউক্রেনে পারমাণবিক প্রদর্শনী নিয়ে পুতিনের হুংকার


প্রকাশিত: ১০:১৭ এএম, ০২ এপ্রিল ২০১৫

আমেরিকার একটি উচ্চপদস্থ দলের সাথে গোপন বৈঠকে ইউক্রেনে গোপনীয়তার সাথে অস্ত্র পাচারের ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের সতর্ক করেন । সাবেক সোভিয়াত ইউনিয়নভূক্ত ইস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়াতেও তাদের উষ্কানিমূলক কার্যকলাপে ক্ষুব্ধ পুতিন। খবর এক্সপ্রেস।

টাইমস পত্রিকার বরাত দিয়ে জানানো হয় গত মাসের একটি বৈঠকে ইউক্রেনকে পারমাণবিক শক্তি ব্যবহার থেকে বিরত থাকতে সাবধান করে দিয়েছেনে পুতিন। এছাড়া ন্যাটোকে তিনি রাশিয়ার সীমান্তে সীমালঙ্ঘন করে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেন।

এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।