কাশ্মিরে দুই ভারতীয় সেনা নিহত


প্রকাশিত: ০৫:০৩ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

কাশ্মিরে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় কুলগাম জেলায় দশ ঘণ্টা ধরে চলা ওই বন্দুকযুদ্ধে চার সন্ত্রাসী এবং এক বেসামরিক নাগরিকও নিহত হয়েছে। অপরদিকে জনতার ভিড়ে পুলিশের বুলেটের আঘাতে আরো বিশজন আহত হয়েছে। খবর অল ইন্ডিয়ার।

এই অভিযানের পর পরই কয়েক হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। সেনাবাহিনীর দাবি এই অভিযানে হিজবুল মুজাহিদিন এবং লস্কর-ই-তাইবার চারজন নিহত হয়েছে।

কিন্তু ওই অভিযানে এক বেসামরিক নিহত হওয়ায় ক্ষোভ ও অস্থিরতা ছড়িয়ে পড়েছে। জঙ্গি ঘাঁটি সন্দেহে একটি বাড়িতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। ওই বাড়ির মালিককে জিম্মি করে রাখা হয়েছিল। তিনি অভিযানে নিহত হয়েছেন।

সেনা বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, সাত সন্ত্রাসীর একটি দল গোপন বৈঠকের জন্য ওই বাড়িতে একত্রিত হয়েছিল। এদের মধ্যে তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

এক উর্ধ্বতন সেনা কর্মকর্তা জানিয়েছেন, ‘এই প্রথম সন্ত্রাসীরা কোনো বেসামরিককে জিম্মি করেছে। আমরা ওই বেসামরিককে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়েছি। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।’

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।