যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা


প্রকাশিত: ০৪:৫৫ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

যুক্তরাষ্ট্রে ভারতীয় এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত এক ব্যক্তি। ওই শিক্ষার্থী ভারতের তেলেঙ্গানা প্রদেশের ওয়ারানগাল জেলার বাসিন্দা। মামিদালা বামসি চন্দ্র রেড্ডি নামের ২৬ বছর বয়সী ওই শিক্ষার্থীকে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা কাউন্টির মিলপিটাসে গুলি করে হত্যা করা হয়।

নিহত শিক্ষার্থীর বাবা জানিয়েছেন, তার ছেলেকে শনিবার সকালে অজ্ঞাত একজন গুলি করে হত্যা করেছে। মিলপিটাসের স্থানীয় একটি দোকানে পার্ট টাইম ডিউটি শেষে বাড়ি ফেরার সময় খুন হন মামিদালা। তবে হত্যাকারীর পরিচয় জানা যায়নি।

মামিদালার বাবা সঞ্জিবা রেড্ডি জানিয়েছেন, মামিদালার এক বন্ধু শনিবার তাকে ফোন করে এই দুর্ঘটনার কথা জানান। তাকে জানানো হয় অজ্ঞাত কেউ মামিদালাকে গুলি করে হত্যা করেছে।

২০১৩ সালে ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমান মামিদালা। তিনি সিলিকন ভ্যালি ইউনিভাের্সিটি থেকে এমএস শেষ করেছেন। সফটওয়্যার কোম্পানীতে চাকরি খুঁজছিলেন মামিদালা। সম্প্রতি স্থানীয় একটি দোকানে পার্ট টাইম চাকরি করত সে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।