হুথি যোদ্ধাদের দখলে এডেনের প্রেসিডেন্ট ভবন


প্রকাশিত: ০৯:৫৬ এএম, ০২ এপ্রিল ২০১৫

ইয়েমেনের বন্দর নগরী এডেনের প্রেসিডেন্ট ভবন দখল করে নিয়েছে হুথি যোদ্ধারা। পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির সমর্থক গোষ্ঠীর সঙ্গে প্রচণ্ড লড়াইয়ের পর এ প্রাসাদ দখল করে নেয় আনসারুল্লাহ যোদ্ধারা। যুদ্ধে অন্তত ১৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় বেসামরিক লোকজন হুথি যোদ্ধাদের প্রতি সর্বাত্মক সমর্থন দিচ্ছে বলে এডেন থেকে পাওয়া খবরে বলা হয়েছে। এদিকে মানসুর হাদির সমর্থকরা এডেনের রুশ দূতাবাসে লুটপাট করেছে বলে কূটনৈতিক সূত্র থেকে জানানো হয়। সৌদি জোটের বিমান হামলায় এডেনের রুশ কনস্যুলেট ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউনিসেফ সূত্র জানায়, ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় গত এক সপ্তাহে অন্তত ৫২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ইয়েমেনের শিশুদের রক্ষা করার ব্যবস্থা গ্রহণ নেয়া একান্তভাবেই প্রয়োজন হয়ে পড়েছে।

এদিকে ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিরীহ মানুষ হতাহতের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।