রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে মালয়েশিয়ায় তিন সম্পাদক গ্রেপ্তার


প্রকাশিত: ০৮:৫৬ এএম, ০২ এপ্রিল ২০১৫

মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য মালয়েশিয়ার ইনসাইডার-এর তিন সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার পুলিশ এবং মালয়েশিয়ান কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া কমিশনের কর্মীরা এ পত্রিকার কার্যালয় ঘিরে ফেলে, অতঃপর গ্রেপ্তারাভিযান চালায়।

জানা গেছে পত্রিকাটিতে প্রকাশিত একটি প্রতিবেদনে ইসলাম ধর্মসংক্রান্ত অবমাননাকর কোন বিষয়ের অবতারণা করা হয়েছে। এবং মালয়েশিয়ার শাসনব্যবস্থাকে রাজতন্ত্র বলে অভিহিত করা হয়েছে। এটি দেশটির ঔপনিবেশিক রাষ্ট্রদ্রোহ আইন সেডিশন ল’ র অধীনে শাস্তিযোগ্য অপরাধ।

গ্রেপ্তারকৃতরা হলেন- দ্যা মালয়েশিয়ান ইনসাইডার পত্রিকার নির্বাহী সম্পাদক লিওনেল মোরালিস, ফিচার সম্পাদক জুলকিফি সুলং ও মালয় নিউজের বার্তা সম্পাদক আমিন ইস্কান্দার।

গত বছরের অগাস্ট মাসের পর থেকে মালয়েশিয়ার নাজিব সরকার বিরোধীদের প্রতি খড়গ হস্ত হতে শুরু করে। সম্প্রতি সংসদে সরকারবিরোধী অবস্থানমূলক বক্তব্য রাখার জন্য সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মেয়ে নুরুল ইজ্জাহ আনোয়ারকে গত ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার করা হয়।

সেডিশন  ল ঔপনিবেশিক বৃটিশ সরকার ১৯৪৮ সালে মালয়েশিয়ায় আরোপ করে। এ আইনের আওতায় সাম্প্রদায়িক ও রাষ্ট্রীয়ভাবে উস্কানিমূলক বক্তব্য প্রতিরোধ করা হয়।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।