আই্এস`র নিয়ন্ত্রণে দামেস্কের ইয়ারমুক


প্রকাশিত: ০৮:২৬ এএম, ০২ এপ্রিল ২০১৫

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা সিরিয়ার রাজধানী দামেস্ক প্রদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা ইয়ারমুকের নিয়ন্ত্রণভার নিজেদের হাতে নিয়েছে। একজন সিনিয়র ফিলিস্তিনি কর্মকর্তা, প্রত্যক্ষদর্শী ও একটি পর্যবেক্ষক গ্রুপ এ খবর দিয়েছে। ইয়ারমুকের এ অংশে মূলত ফিলিস্তিনি উদ্বাস্তুরাই বসবাস করে থাকে। খবর এএফপি, বিবিসি ও রয়টার্সের।

দামেস্কে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের রাজনীতিবিষয়ক পরিচালক আনোয়ার আবদেল হাদি সাংবাদিকদের জানিয়েছেন, বুধবার সকালে আইএসের জঙ্গিরা এখানে আক্রমণ চালায়। তারা উদ্বাস্তু শিবিরের অধিকাংশই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ফিলিস্তিনি গ্রুপগুলোর সঙ্গে লড়াই করে আইএসআইএল ওই জায়গাটি দখল করে নেয়। ইয়ারমুক জেলায় কমপক্ষে এক লাখ ৬০ হাজার ফিলিস্তিনি ও সিরিয়ান উদ্বাস্তু বাস করে থাকে। কিন্তু দেশে চলা লড়াইয়ের শিকার হয়েছে তারাও। গত এক বছর ধরে তারা দুই পক্ষ থেকেই নিগৃহীত হয়ে আসছে। বুধবারের লড়াইয়ের পর অধিকাংশ উদ্বাস্তু ক্যাম্প ছেড়ে পালিয়েছে। তবে এখনও ১৮ হাজারের মতো মানুষ নিজেদের ক্যাম্পে রয়ে গেছে।

ইরাক ও সিরিয়ার বেশিরভাগ অংশে নিজেদের দখলদারিত্ব প্রতিষ্ঠাকারী আইএস শুধু যে বাশার আল আসাদ শাসনের বিরুদ্ধে তা নয়, তাদের প্রতিপক্ষের মধ্যে রয়েছে ছোট-বড় বিদ্রোহী গ্রুপগুলোও।

এসএস/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।