মদিনায় সন্ত্রাসী সন্দেহে ১০ জন আটক
সৌদি আরবের মদিনা এবং জেদ্দা থেকে সন্ত্রাসী সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে। শনিবার ওই সন্দেহভাজনদের আটক করা হয়। খবর সৌদি গ্যাজেটের।
আটককৃতদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র, বন্দুক এবং ছুরি জব্দ করা হয়েছে। সন্ত্রাসী হামলা ঠেকাতে শহর দু’টির বেশ কিছু স্থানে অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী।
আল রিয়াদ পত্রিকার খবরে জানানো হয়েছে, জেদ্দার দক্ষিণ-পূর্ব দিকে নিরাপত্তা বাহিনী এবং বিমান বাহিনীর সঙ্গে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) গুলি বিনিময় হয়েছে।
আল হারাজাত জেলার খুব কাছেই ওই এলাকাটি অবস্থিত। দু’সপ্তাহ আগেও আল হারাজাতে অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী।
জরুরি নিরাপত্তা বাহিনী অভিযান চালানোর আগে পুরো এলাকা ঘিরে ফেলেছিল। তারা স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়ার পরই সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। মদিনার আল রাবওয়া জেলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।
এ বছরের শুরু দিকে জেদ্দার দু’টি সন্ত্রাসী ঘাঁটিতে আক্রমণ চালিয়ে বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা ভেস্তে দিয়েছে নিরাপত্তা বাহিনী।
টিটিএন/এমএস