বিশ্বের অষ্টম বিপদজনক দেশ পাকিস্তান


প্রকাশিত: ০২:২৩ পিএম, ০১ এপ্রিল ২০১৫

বিশ্বের ১০ বিপদজনক দেশের মধ্যে পাকিস্তান অন্যতম। তাদের অবস্থান ৮ নম্বরে। বিপদজনকের তালিকায় মধ্যপ্রাচ্যের দেশগুলোই এগিয়ে আছে। ইরাক যথারীতি ১ নম্বরে ও সিরিয়া ২ নম্বরে অবস্থান করছে।

এই দেশগুলোতে বর্তমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনা করলে তারাই বিপদজনক   সারির প্রথম দিকে থাকবে এটা ধারণাই করা যায়। খবর দ্যা এক্সপ্রেস ট্রিবিউন।

ওয়াশিংটন ভিত্তিক একটি ইন্টেলিজেন্স এজেন্সি ইন্টেল সেন্টারের এক জরিপে এই তথ্য বেরিয়ে আসে। সন্ত্রাসী কর্মকাণ্ডসহ দেশটির যাবতীয় বিষয় পর্যবেক্ষণ করে এই জরিপ পরিচালিত হয়।

পাকিস্তানের প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তান আছে ৫ম স্থানে।

এছাড়া নাইজেরিয়া তৃতীয়, সোমালিয়া চতুর্থ, লিবিয়া ষষ্ঠ, ইয়েমেন সপ্তম, ইউক্রেন নবম ও মিশরের অবস্থান দশম।

এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।