দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী


প্রকাশিত: ১১:২৮ এএম, ০১ এপ্রিল ২০১৫

গভীর সমুদ্র সম্পদ ও অভ্যন্তরীণ মৎস্য সম্পদ আহরণ, রক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার মৎস্য ও চিংড়ি সংক্রান্ত জাতীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

কমিটির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব ও উধর্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। সভায় মৎস্য সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

ভারত ও মায়ানমারের সঙ্গে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বিশাল সমুদ্রসীমায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হওয়ার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমাদের এই ব্লু ইকোনোমিকে কাজে লাগাতে হবে।

তিনি গভীর সমুদ্রে মৎস সম্পদ আহরণ এবং সমুদ্র সম্পদ আহরণে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন সংশ্লিষ্টদের। সমুদ্র ও অভ্যন্তরীণ মৎস্য সম্পদ প্রক্রিয়াজাত করার মাধ্যমে দেশে বিদেশে বাজারজাতকরণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

মানুষের পুষ্টি চাহিদা মেটাতে মাছের উৎপাদন বাড়ানোর ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়ে মাছের অভয়াশ্রমগুলোকেও রক্ষার করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। চিংড়ি চাষের ক্ষেত্রে পরিবেশবান্ধব, উন্নত ও টেকসই প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন তিনি।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।