ফিলিপাইনে ভূমিকম্পে নিহত ১৫


প্রকাশিত: ০৮:০৮ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৫ জন নিহত হয়েছে। শুক্রবার রাতে আঘাত হানা ওই কম্পনে আহত হয়েছে আরো কমপক্ষে ৯০ জন।

এর অাগে স্থানীয় গণমাধ্যমের খবরে ভূমিকম্পে তিনজন নিহত ও ৭ জনের আহতের খবর জানানো হয়। শুক্রবার রাতে দেশটির সুরিগাও দেল নর্তে রাজ্যে ওই ভূমিকম্প আঘাত হানে।

শিকাগো ট্রিবিউন বলছে, ভূমিকম্পে সুরিগাও শহরে বেশ কিছু ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া শহরের বিমানবন্দরের রানওয়েতে ফাটল দেখা দিয়েছে। এছাড়া শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

প্রশান্ত মহাসাগরীয় রিংয়ে অবস্থিত ফিলিপাইনে ঘন-ঘন ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত হয়। দেশটির ভূমিকম্প ইনস্টিটিউটের কর্মকর্তা রেনাতো সোলিডাম বলেছেন, সুরিগাও নর্তে প্রদেশে রাতে সাড় ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাদেশিক রাজধানী থেকে ১৪ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলের ১১ কিলোমিটার গভীরে ওই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।  

এদিকে, ভূমিকম্প পরবর্তী সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্র। সুরিগাও বিমানবন্দরের রানওয়েতে ফাটল সৃষ্টি হওয়ায় বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।