ভারতের সেন্সর বোর্ডের চেয়ারম্যান গ্রেফতার


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ১৯ আগস্ট ২০১৪

ছবির জন্য ঘুষ নিতে গিয়ে গ্রেফতার হলেন ভারতের সেন্সর বোর্ডের চেয়ারম্যান রাকেশ কুমার। সোমবার ছত্তিশগড়ের `মোর দাউকি কে বিহভ` আঞ্চলিক ছবিটির জন্য তিনি ঘুষ নিতে গিয়ে ধরা পড়েন।

জানা যায়, একটি আঞ্চলিক ছবির জন্য ৭০ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের জালে ধরা পড়েন সেন্সর বোর্ডের চেয়ারম্যান। সেন্সর বোর্ডের উপদেষ্টামণ্ডলীর সদস্য সরবেশ জয়সওয়াল ও শ্রীপতি মিশ্র এবং সেন্সর বোর্ড অনুমোদিত একটি সংস্থা রাকেশ কুমারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার দাবি করে। এর পরই সিবিআইয়ের জালে ধরা পড়ে যান রাকেশ কুমার।

প্রসঙ্গত, ইন্ডিয়ান রেলওয়ে পার্সোনাল অফিসারের পদ থেকে তিনি সরাসরি সেন্সর বোর্ডের সিইও পদে যোগদান করেন ২০১৪-এর জানুয়ারিতে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।