নিউজিল্যান্ডের সৈকতে ৩শ তিমির মৃত্যু


প্রকাশিত: ০৯:২৩ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭

নিউজিল্যান্ডের বীচে ৩শ’ তিমির মৃত্যু হয়েছে। কমপক্ষে ৪০০ তিমি দেশের দক্ষিণাঞ্চলীয় সাগরকূলে সারি সারি হয়ে পড়ে আছে। এর মধ্যে তিন শতাধিকের মৃত্যু হয়েছে আর মৃত্যুর প্রহর গুনছে আরো প্রায় ১শ তিমি। খবর বিবিসির।

শত শত স্থানীয় এবং বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তারা শুক্রবার সকাল থেকেই তিমিগুলোকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছেন।

Race
এক সঙ্গে এতো তিমি সৈকতে কিভাবে এলো সে বিষয়ে বিশেষজ্ঞরা কিছু জানাতে পারছেন না।

তবে তিমি বয়স্ক, দুর্বল বা অসুস্থ হয়ে পড়লে এমন ঘটনা ঘটে থাকে বলে দাবি বিশেষজ্ঞদের। এ ছাড়া তিমিগুলো পথ হারিয়ে ফেললেও এমন ঘটনা ঘটে থাকে।

Race
বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার রাতেই সৈকতে তিমি জড়ো হওয়ার খবর পেয়েছেন। কিন্তু রাতের বেলা উদ্ধার অভিযান বিপজ্জনক হবে বলে শুক্রবার সকালের আগে অভিযান শুরু করা সম্ভব হয়নি।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।