মিশরের অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র


প্রকাশিত: ০৬:৫৮ এএম, ০১ এপ্রিল ২০১৫

মিশরের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাতের পরিপ্রেক্ষিতে দেশটির ওপর ২০১৩ সালে এ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আস-সিসির সঙ্গে টেলিফোনে আলাপকালে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি অবহিত করেন ওবামা। এ সময় তিনি জানান, ১২টি এফ-১৬ জঙ্গিবিমান, ২০টি হারপুন ক্ষেপণাস্ত্র এবং ১২৫ এম১এ১ ট্যাংকের যন্ত্রপাতি কায়রোয় সরবরাহ করা হবে।

এ ছাড়া মিশরকে বাৎসরিক ১৩০ কোটি ডলার সামরিক সহযোগিতা দেয়ার প্রতি ওবামার সমর্থন অব্যাহত রাখা হবে বলেও সিসিকে জানানো হয়।

ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় মিশর অংশ নেয়ার পুরস্কার হিসেবে এ নিষেধাজ্ঞা আমেরিকা প্রত্যাহার করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে, সৌদি হামলার সমর্থনে ইয়েমেনে পদাতিক বাহিনী পাঠাতে পারে বলেও ঘোষণা করেছে মিশর।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।