মিশরের অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র
মিশরের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাতের পরিপ্রেক্ষিতে দেশটির ওপর ২০১৩ সালে এ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আস-সিসির সঙ্গে টেলিফোনে আলাপকালে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি অবহিত করেন ওবামা। এ সময় তিনি জানান, ১২টি এফ-১৬ জঙ্গিবিমান, ২০টি হারপুন ক্ষেপণাস্ত্র এবং ১২৫ এম১এ১ ট্যাংকের যন্ত্রপাতি কায়রোয় সরবরাহ করা হবে।
এ ছাড়া মিশরকে বাৎসরিক ১৩০ কোটি ডলার সামরিক সহযোগিতা দেয়ার প্রতি ওবামার সমর্থন অব্যাহত রাখা হবে বলেও সিসিকে জানানো হয়।
ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় মিশর অংশ নেয়ার পুরস্কার হিসেবে এ নিষেধাজ্ঞা আমেরিকা প্রত্যাহার করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে, সৌদি হামলার সমর্থনে ইয়েমেনে পদাতিক বাহিনী পাঠাতে পারে বলেও ঘোষণা করেছে মিশর।
বিএ/আরআইপি