ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১২ জন নিহত


প্রকাশিত: ০৬:৩১ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭

ইন্দোনেশিয়ায় ভূমিধসের ঘটনায় দুই শিশুসহ ১২ জন নিহত হয়েছে। জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির একটি গ্রামে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

বৃহস্পতিবার কিনতামানির বেশ কিছু গ্রামে ভূমিধসের ঘটনা ঘটেছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপণা অধিদপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, ভারি বৃষ্টিপাতের কারণেই বিভিন্ন স্থানে ভূমিধ্বসের ঘটনা ঘটেছে।

Bali

ভূমিধসের ঘটনায় এক নারী তার সাত এবং এক বছর বয়সী দুই সন্তানসহ নিহত হয়েছেন। রেড ক্রসের ত্রানকর্মী, সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা ধ্বংসস্তুপের নিচ থেকে লোকজনকে উদ্ধারে কাজ করে যাচ্ছেন।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপণা মুখপাত্র সুতোপো পুরও নুগরোহো সতর্ক করে জানিয়েছেন, বালিতে আরো ভারি বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটতে পারে। ওই এলাকায় বৃহস্পতিবার ১৪৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।

Bali

সোনগান গ্রামের দুই পরিবারের সদস্য বেশ কয়েক ভূমিধসে নিহত হয়েছেন। আরো দু’জন আহত হয়েছেন। ভূমিধসে পাঁচটি বাড়ি ধ্বংস হয়ে গেছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।