সামাজিক যোগাযোগের পাসওয়ার্ডের বিনিময়ে মিলবে মার্কিন ভিসা


প্রকাশিত: ০৫:৩০ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৭

মার্কিন যুক্তরাষ্ট্রে বিদেশি নাগরিকদের জন্য ভিসা পাওয়া ভবিষ্যতে কঠিন হবে। কারণ দেশটি এক কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে।  ভবিষ্যতে আমেরিকার ভিসা পেতে হলে বিদেশিদের সামাজিক যোগাযোগের পাসওয়ার্ড চাইতে পারে দেশটি। ফলে একজন বিদেশি তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগের (ফেসবুক, টুইটার) অাইডি ও পাসওয়ার্ডের বিনিময়ে পাবেন দেশটির ভিসা।

মার্কিন হোম গ্রাউন্ড সিকিউরিটির সেক্রেটারি জন কেলি এমনই এক বার্তা দিয়েছেন। মঙ্গলবার তিনি জানিয়েছেন, আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা আরও মজবুত করার জন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এক্ষেত্রে বোঝা যাবে যে কোন বিদেশি নাগরিক আমেরিকার জন্য ভবিষ্যতে আতঙ্ক হয়ে ওঠতে পারে।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে- বিদেশ থেকে আগত প্রত্যেক নাগরিকের ওপর আলাদা করে নজর রাখা কঠিন। তাই এই পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিতে চলেছে যুক্তরাষ্ট্র। ফলে বিদেশি নাগরিকদের সামাজিক যোগাযোগের আইডি ও পাসওয়ার্ড থাকলে তাদের গতিবিধির উপর নজর রাখা যাবে।

আমেরিকায় নিষিদ্ধ হওয়া সাতটি মুসলিম দেশ ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন,  লিবিয়া, সোমালিয়া ও সুদান থেকে আগত নাগরিকদের উপর এই নিয়মটি প্রযোজ্য হবে।

জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।