খালেদার সঙ্গে হাসিনার সাক্ষাৎ


প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ৩১ মার্চ ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ।  মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে একাই গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান তিনি। আধা ঘণ্টা পর তিনি বেরিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসিনা আহমেদ বেরিয়ে যাওয়ার সময় তার চোখে জল দেখা যাচ্ছিল। সালাহ উদ্দিন নিখোঁজ হওয়ার পর এটা হাসিনার দ্বিতীয়বার খালেদার সঙ্গে দেখা করতে আসা। এর আগে গত ১৭ মার্চ ছেলে-মেয়েকে নিয়ে তিনি দেখা করতে এসেছিলেন।

উল্লেখ্য, গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে সালাহ উদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবারের অভিযোগ।

স্বামীর খোঁজ চেয়ে উচ্চ আদালতে রিট আবেদনও করেছেন হাসিনা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, পুলিশ সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করেনি। তার কোনো খোঁজও পাওয়া যায়নি। এ বিষয়ে আগামী ৮ এপ্রিল হাই কোর্টে আবার শুনানির তারিখ রাখা হয়েছে।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।