দুবাইয়ে মধ্যরাতে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান


প্রকাশিত: ১০:২০ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অবৈধ অভিবাসী ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে দুবাই সিআইডি ও পুলিশ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে প্রায় ১টা ৪৫ মিনিট পর্যন্ত দেরা দুবাইয়ের কেজিএন রেস্টুরেন্টের সামনের বিল্ডিংয়ে অভিযান চালিয়ে প্রায় ৩৫ থেকে ৪০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এটি বুড়ি বিল্ডিং নামে পরিচিত।

প্রতক্ষদর্শী প্রবাসী বাংলাদেশিরা জাগো নিউজকে জানান, গত ৩ ফেব্রুয়ারি থেকে দেরা বাজারের বিভিন্ন স্থানে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এ বিল্ডিংয়ে গত দুইদিন দরে মধ্যরাতে এসে বিল্ডিংয়ে প্রবেশ পথ বন্ধ করে সিআইডিরা অভিযান চালাচ্ছে।

তারা আরও বলেন, অনেকে ঘুমিয়েছিলেন এ অবস্থায় সিআইডির সদস্যরা রুমে রুমে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র তল্লাশি করে বৈধদের ছেড়ে দেয় এবং অবৈধদের নাইফ পুলিশ স্টেশনে প্রেরণ করা হয়।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।