পুতিনের প্রধান বিরোধী নেতা অভিযুক্ত


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭

আত্মসাৎ মামলায় রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি অভিযুক্ত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দেশটির কিরভ শহরের একটি আদালতে ওই মামলার রায় এখনো পড়ছেন বিচারক।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এটি পরিষ্কার যে, অ্যালেক্সেই নাভালনিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামী বছর দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের কথা রয়েছে দেশটির প্রধান বিরোধী দলীয় এই নেতার। কিন্তু আত্মসাতের এই মামলায় আদালত তার বিরুদ্ধে কোনো শাস্তি ঘোষণা করলে নির্বাচনে লড়তে পারবেন না তিনি।

এদিকে অ্যালেক্সেই নাভালনির বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন বিরোধী দলের নেতারা। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।