পশ্চিমবাংলার বিধানসভায় তুমুল হাতাহাতি


প্রকাশিত: ১১:৫৫ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭

ভারতের পশ্চিমবাংলার বিধানসভায় ক্ষমতাসীন তৃণমূলের সাংসদদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন বিরোধী দলের সাংসদরা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দল কংগ্রেসের নেতা আব্দুল মান্নানের মধ্যে তুমুল বাকবিতণ্ডার জেরে হট্টগোলের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত বিরোধী দলের নেতা আব্দুল মান্নানকে বিধানসভা কক্ষ থেকে বের করে দেয়া হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে আব্দুল মান্নানকে বিধানসভা থেকে সাসপেন্ড করেন স্পিকার। এই নিয়ে শাসক ও বিরোধী বিধায়কদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয়। মান্নান বিধানসভা ত্যাগ করতে না চাইলে, মার্শাল ডেকে তাকে বের করার নির্দেশ দেন স্পিকার। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলনেতা। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পশ্চিমবাংলার বিধানসভায় বাজেট অধিবেশন চলছে। অধিবেশনের শুরুতেই সম্পত্তি রক্ষা বিলের প্রতিবাদে গায়ে পোস্টার সেঁটে বিক্ষোভ দেখাতে শুরু করেন আব্দুল মান্নান। ২০০০ সালে বিরোধী দলে থাকাকালীন তৃণমূল কংগ্রেসের বিধানসভা অভিযানের ছবি গায়ে সেঁটে বিক্ষোভ দেখাচ্ছিলেন মান্নান।

বিলের বিরোধিতায় নোটিশ আনেন তিনি। কিন্তু তা খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকার মান্নানকে পোস্টার খুলে ফেলার নির্দেশ দেন। স্পিকারের নির্দেশ অগ্রাহ্য করেন বিরোধী দলনেতা। এরপরই আব্দুল মান্নাকে সতর্ক করে স্পিকার বলেন, ‘এটা কিন্তু চ্যালেঞ্জিং অ্যাটিটিউড।’

এরমধ্যেই বিরোধী দলনেতার সঙ্গে প্রবল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। একে অপরের উদ্দেশে হুঁশিয়ারি দিতে থাকেন শাসক ও বিরোধী দলের বিধায়করা। এরপরই বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে বিধানসভা থেকে সাসপেন্ড করার নির্দেশ দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

স্পিকারের নির্দেশে আরো ক্ষেপে যান বিরোধী বিধায়করা। বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী স্পিকারকে অনুরোধ করেন নির্দেশ প্রত্যাহার করতে। কিন্তু, ততক্ষণে বিরোধী ও শাসকদলের বিধায়কদের মধ্যে কার্যত হাতাহাতি পরিস্থিতির সৃষ্টি হয়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন। কংগ্রেস বিধায়ক প্রতিমা রজককে পাঁজাকোলা করে বের করে দেন। এ সময় মান্নানকে ঘিরে রাখেন বিরোধী বিধায়করা।

পরে মার্শাল ডাকার নির্দেশ দেন স্পিকার। কিন্তু, হাউজ ছাড়বেন না বলে জানিয়ে দেন বিরোধী দলনেতা। বিধানসভা কক্ষে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন আব্দুল মান্নান। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।