ব্যাংক এশিয়ার ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা


প্রকাশিত: ১১:৩৪ এএম, ৩১ মার্চ ২০১৫

ব্যাংক এশিয়া ১৬তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার রাজধানী ঢাকার লেডিস ক্লাব-এ অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০১৪ সালের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ (১০% বোনাস শেয়ার ও ৫% নগদ) ঘোষণা করা হয়। এর ফলে ব্যাংকের পরিশোধিত মূলধন উন্নীত হয় ৮৩৯ কোটি টাকায়।

ব্যাংকের চেয়ারম্যান আ. রউফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন- ব্যাংকের ভাইস চেয়ারম্যানদ্বয় মো. সাফওয়ান চৌধুরী এবং এ.এম. নুরুল ইসলাম। এছাড়া নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ লকিয়ত্ উল্লাহ্, পরিচালকরা প্রেসিডেণ্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম।

বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভা প্রাণবন্ত হয়ে ওঠে। তারা ব্যাংকের সার্বিক অগ্রগতিতে সন্তোাষ প্রকাশ করেন এবং ২০১৪ সালের একাউন্টস অনুমোদন করেন।

এসএ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।