তিন বছরের মধ্যে ডায়াবেটিস থেকে মুক্তি: ড.এ.পি.জে. কালাম


প্রকাশিত: ১০:৪২ এএম, ৩১ মার্চ ২০১৫

ডায়াবেটিস নিয়ে কত যন্ত্রণাই পোহাতে হয়। খাওয়া-দাওয়া নিয়ে কত নিয়ম মানতে হয়! রসনাবিলাস ছাড়া পৃথিবীতে বেঁচে থাকার অর্থ কি? বিশ্বের পুরো জনগোষ্ঠীর একটি বড় অংশই ডায়াবেটিস রোগে আক্রান্ত। আর এই ডায়াবেটিস নিয়ে সুখের কথা শোনালেন ভারতের সাবেক রাষ্ট্রপতি ড.এ.পি.জে. আব্দুল কালাম। মাত্র তিন বছরের মধ্যে নাকি ডায়াবেটিস রোগের উপশম সম্ভব হবে। খবর দ্যা হিন্দু।

শ্রী জয়াচামারাজেন্দ্র কলেজ অব ইঞ্জিনিয়ারিং-এর সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে বক্তৃতা প্রদানকালে তিনি ডায়াবেটিস নিয়ে এই কথা বলেন। তিনি বলেন, ক্ষতিকর ইন্সুলিন অগ্নাশয়ে কোষ তৈরী করে। এতে করে ডায়াবেটিসের উপসর্গ দেখা দেয়। কিন্তু বিজ্ঞানীরা এখন ডায়াবেটিস নিয়ে গবেষণায় অনেক দূর এগিয়ে গেছে। তারা চেষ্টা করছে একটি অনন্য কোষ তৈরী করতে। যার মাধ্যমে সারা পৃথিবীর একটি বড় জনগোষ্ঠী ডায়াবেটিস থেকে মুক্তি পাবে।

এখন বিজ্ঞানীরা গবেষণা করছে অগ্নাশয়ের কোষ থেকে উৎপন্ন হওয়া ইন্সুলিন বন্ধ করতে।

ড.কালাম ইউরোপীয়ান স্পেস এজেন্সি (ইএসএ)র মহাকাশযান ফিলার সাফল্যের কথাও বলেন। মহাকাশযানটি ৬.৪ বিলিয়ন কিলোমিটার পাড়ি দিয়ে তার লক্ষ্যে পৌঁছে। এটা গত বছরে বিজ্ঞানের একটি বড় সাফল্য।

এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।