ওভারটাইমের ক্ষেত্রে সৌদির আইন


প্রকাশিত: ০৭:০৯ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭

ওভারটাইমের ক্ষেত্রে সৌদিতে প্রতিটি প্রতিষ্ঠানকেই শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের অর্থ প্রদান করতে হয়। ওভারটাইমের ক্ষেত্রে ঘণ্টা হিসেবে শ্রমিকদের মূল বেতনের অর্ধেক হারে অর্থ প্রদান করতে হয়।

সাপ্তাহিক নির্দিষ্ট সময়ের বাইরে শ্রমিকরা কাজ করলে অতিরিক্ত সময়কে ওভারটাইম হিসেবে ধরতে হবে। এক্ষেত্রে ঈদসহ অন্যান্য ছুটির দিনগুলোতে কাজ করলেও সে দিনগুলোকে ওভারটাইম হিসেবে ধরা হবে।

একটি প্রতিষ্ঠানে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে নিম্নস্তরের কর্মকর্তা সবার জন্যই ওভারটাইম একই রকম হবে।

সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী, একজন শ্রমিক বা কর্মী দৈনিক আট ঘণ্টা কাজ করবে। প্রতিষ্ঠান তাকে এর চেয়ে বেশি সময় কাজ করালে অতিরিক্ত সময়ের জন্য তাকে ওভারটাইম দিতে হবে।  

অপরদিকে রমজানের সময় একজন শ্রমিক বা কর্মী দৈনিক ছয় ঘণ্টা কাজ করবে। এর চেয়ে বেশি সময় কাজ করলে সেটা ওভারটাইম হিসেবে ধরা হবে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।