যুদ্ধের প্রস্তুতি নিতে বিমানবাহিনীকে পুতিনের নির্দেশ


প্রকাশিত: ০২:৫৭ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৭

যুদ্ধের প্রস্তুতি নিতে রাশিয়ার বিমানবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুর বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রী বলেন, দেশের সশস্ত্র বাহিনীকে যুদ্ধকালীন প্রস্তুতি নিতে অনুশীলনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস (টিএএসএস) বলছে, দেশের সশস্ত্র বাহিনী এবং সংস্থাগুলোর যুদ্ধকালীন প্রস্তুতি আছে কিনা তা যাচাই করে দেখতে প্রেসিডেন্ট ওই নির্দেশ দিয়েছেন। পুতিনের নির্দেশের পর সামরিক বাহিনী প্রস্তুতি নেয়া শুরু করেছেন বলে প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন।

তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের এই সিদ্ধান্তের মাধ্যমে সংস্থা এবং সামরিক বাহিনীর যুদ্ধ প্রস্তুতি ও প্রশিক্ষণ কাজের মূল্যায়ন করা হবে। শোইগু বলেন, যুদ্ধকালীন সময়ে আগ্রাসন প্রতিহত করতে বাহিনীর সতর্কতা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনে বিশেষ মনযোগ দেয়া হবে।

বিশ্বের সর্ববৃহৎ সুপার শক্তির দেশগুলোর সঙ্গে রাশিয়ার টানাপড়েনের মাঝে পুতিনের এই নির্দেশ এল। রুশ প্রেসিডেন্টের বিষয়ে নমনীয় দৃষ্টিভঙ্গির কারণে ইতোমধ্যে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোভূক্ত কয়েকটি দেশের সঙ্গে রাশিয়ার সম্পর্কেও উত্তেজনা দেখা দিয়েছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।