পশ্চিমা দেশ থেকে গাড়ি আমদানি বন্ধ করবে রশিয়া
পশ্চিমা কয়েকটি দেশ থেকে গাড়ি আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে রশিয়া। ইউক্রেন ইস্যুতে পশ্চিমা নিষেধাজ্ঞার বিপরীতে রাশিয়া এই ব্যবস্থা নিতে যাচ্ছে। মস্কো বলেছে, আর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হলে পশ্চিমা দেশগুলো থেকে গাড়ি আমদানি নিষিদ্ধ করা হবে।
রাশিয়ার ভেদোমস্তি পত্রিকা একটি সূত্রের বরাত দিয়ে বলেছে, পশ্চিমা গাড়ির ওপর পূর্ণাঙ্গ অথবা আংশিক নিষেধাজ্ঞা দেয়া হতে পারে। তবে বিদেশি যেসব কোম্পানি রাশিয়ার ভেতরে গাড়ি তৈরির কাজ করছে তাদের জন্য এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না।
চলতি মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা এবং নরওয়ে থেকে খাদ্য ও কৃষিপণ্য আমদানি এক বছরের জন্য নিষিদ্ধ করেছে রাশিয়া। এ নিষেধাজ্ঞায় ইউরোপের দেশগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। তার প্রতিবাদে রাশিয়া ওই ব্যবস্থা নিয়েছে।